মন পোড়ায়! পুড়ে যায় হৃদয়!
লোহার শিকল পরানো পায়।
বর্ষার জলে ডুবে যায় শহর, ডুবে যায় পাড়া!
হৃদয় জুরে জাগে হাহাকার; মরু সাহারা।
না। আর নয়!
যে ভুবন কেবল তোমার, কেবল তোমাদের!
আর নয় সেথা অযাচিত উপদ্রুপ।
কলিজা পুরে যাক;
তবু শির উন্নত থাক।

ভরা জলাশয়ে জাল ভরে উঠে আসে মরিচিকা!
আলোক শিখার ভ্রম এক মুহুর্তে হয়ে যায় আলেয়া!
একটি ইদুর কেবলি তাড়া করে ফেরে।

যে সুখ জুড়ে আছে জীবনে, অভ্যসে!
ছাদের কার্নিশে, বিছানা-বালিশে আর ভাজ করে রাখা অন্তর্বাসে!
জলের বোতলে, পড়ার টেবিলে, নয়ত ক্যানভাসে।
যত্নে থাকুক তা।
একখানি কুড়েঘরের শামিয়ানার পরে জ্যোছনার স্নান!
বুকের নরম ঘাস পিষ্ট করা গভীর আলিঙ্গন!
ধ্যনরত ফুলশীট বোর্ডের সমূখে আনত মস্তকে অদীম সে নারী!
তার দু'চোখের তারায় ঝলকানি দিয়ে যায় প্রেম।
সে স্পর্শ চায়।
দেয়ালের টিকটিকি উকি দিয়ে যায় একটু পরে পরে।
ছিটকিনি দেয়া স্টুডিও ঘরে।।