তোমার নেফারতিতি
প্রাচীন সভ্যতার তলে চাপা পড়ে গেল;
ক্ষয়ে গেলো সময়ের শীলায়,
তুমি খুঁজলেনা তারে।
সঞ্চিয়েছিলে প্রাণশক্তি পান করে যে অমৃত ধারা;-
সে সুধা শুষে নিয়ে ফিরায়ে দিয়েছ সাহারা।
যে দেবীর তুমি পূজা করিয়াছিলে একদিন,
আজ সে পাপাত্মা! দুরাচারী!
বেদী থেকে নামায়ে তারে লুটায়েছ রাস্তার ধুলায়,
পদদলিত হয়েছে সে সময়ের চলায়।
তবু হারানো মুকুট খুঁজে ফেরে ক্লান্ত প্রাণ
সে কি জানেনা-?
একবার হারালে ফেরে না আর সে সম্মান।
অনন্ত নক্ষত্রেরা তবু নেয়নি বিরাম এক মুহুর্তের,
নির্বাক পাথরের ভাস্কর্যেরা সাক্ষী হয়ে রয় সে মহাকালের।
প্রেম যেনো শুধুই পিকাসোর শরীরী স্তুপ!
আফ্রোদিতি আবার মিলিয়ে যায় সমুদ্রের ফেনায়,
ঝিনুকের খোলস বন্ধ করে দেয় তার মুখ।
ভিঞ্চির তুলির আচড়ে তবু সে রয়ে যায় নিষ্প্রাণ।
র্যদার চুম্বনে বিগলিত প্রেয়সী;-
এথিনির অভিশাপে মৃত্যুর স্বাদ করে আস্বাদন।
হেলেনের প্রেমে ধ্বংস হলো ট্রয়
তবু প্রেম চির অক্ষয়!!
চির অক্ষয়!!