ইচ্ছেগুলো রোজ নোনা জলে ভাসে
তবু বেচে থাকা কোন মিছে আশে?
কতবার রোজ কতবার-
শুধু একটু স্পর্শের লাগি হৃদয় হয়েছে জেরবার।
কেউতো খবর রাখেনি তার!
আমার নদীর জোয়ারের জল; ভাটী এসে শুষে নিয়ে;
ফিরিয়ে দিয়েছে বিরান চর।
উষ্ণতার প্রচন্ড অভাবে মরুভূমি হয়েছে হৃদয়!
তার ভারী বাহু তবু আলিঙ্গন করেনিতো আমায়!
কতবার বিলীন হয়েছি মহাকালের অতলে।
কতবার নিশ্চিহ্ন হয়েছি তার নিদারুন অবহেলে!
মৃত এক মন স্বপ্নের নাগালে তবু হাতরে ফেরে অজানায়!
বয়ে বয়ে ক্লান্ত হয়েছি যে জীবনের ভার,
তা মোরে কভূ দেয়নিতো একটুকু ছাড়!
আকড়ে ধরেছি যা, গিয়েছে সবই ছেড়ে।
আঘাতে আঘাতে বিপন্ন হৃদয়; তলিয়ে গিয়েছে হাজারো লোকের ভিরে।
প্রেমের হিসাব চুকিয়ে আমার প্রিয়তম-
সহসা কোথায় মিলিয়ে গেলো!
জীবনের লেনাদেনা যেনো ফুরোলো হঠাৎ।
বাতাসে একি করুন বেহাগ আজ ভেসে আসে কানে!
অস্ত যাওয়া রবির পানে চেয়ে নিজেরে শুধাই আনমনে;
"বারবার কোনো আমি সব কিছু হারাই?
কেনো আমার প্রিয়তমের বুকে মেলে অন্য কারো ঠাই?"