কেমন হতো আজ যদি;রেলের বগিতে হঠাৎ দেখা হতো?
চমকে যেতে তুমি আর চমকে যেতাম আমিও।
অবাক বিস্ময়ে তাকিয়ে রইতাম আমরা কিছুক্ষণ।
তুমি হয়তো অপ্রস্তুতই হতে কিছুটা!
মাথা নিচু করে চুরি করে তাকাতে ক্ষণে ক্ষণে
আমি হাসতাম মনে মনে গোপনে!
আমার নির্লিপ্ত ভঙ্গি, তোমার ভেতরে ইতস্ততা!
দীর্ঘক্ষন ধরে কোলাহলে গুমোট এক নিরাবতা।
আমার মুখ ভরে উদাসীনতা থাকলেও-
চোখের কোঠরে, হৃদয়ের গভীরে
তোলপাড় চলতো তীব্র ঝরে।
যা তুমি কোনদিনই বুঝতে পারোনি।
তুমি দেখে ভাবতে পুরনো কথা গেছি সব ভুলে।
আছি বেশ; আজও চলি নিজের খেয়ালে।
কখনো যে জানানো হয়নি তোমাকে,
তোমার সামনে বসে আছে যে
নিঃশেষ করে দিয়ে গেছো তাকে!
তারপর নিকট গন্তব্যে নেমে যেতাম আমি!
তুমি স্বস্তি ফিরে পেতে!