উজান ভাটিতে ভরা এ নদীতে
পার ভাঙে নোনা জলের ঢেউয়ে।
নরম কাদার চর ভাসে হাহাকারে,
বাঁধ আমি দিবো কেমনে?
কামনা করে সে কোনো এক পাল তোলা তরীর,
ভরা নদীর বুক শুকায় তৃষ্ণায়।
বেলাগামের রাশ টেনে ধরে
বেঁধে রাখি গোপনে।
যখন জোয়ারে জল উছলে পড়ে ছাপায় দুকূল-
তখনও বক্ষে তাহার তৃষ্ণা ব্যাকুল।
তখনও চারিদিকে কেবলি দুর্বার শূন্যতা!
সোনার পাত্রে মূল্যহীন এ অমৃত সুধা;
বৃথা পড়ে রয়!
নিজেকে হেলায় হারায়!
উজানের উত্তালতা কিংবা ভাটায় জল নামা মসৃণ চর
গুণে যায় শুধুই সে নাবিকের অপেক্ষার প্রহর।