এক জীবন যদি ফুরোয় হঠাৎ?
যদি হঠাৎ থেমে যায় দখিনা বাতাস!
কত কথা! সব থেকে যায় না বলা,
পথ সব পরে রয় না চলা!
কৃষ্ণচূড়ার পাপড়িতে সাজানো পীচ ঢালা রাস্তায়
হেটে যাবে তবু অন্য পথিক।
তোমার হাত ধরে সেদিনও হাটবে প্রেয়সী এক গর্বিত মস্তক।
পুরাতন প্রেমের জীবাশ্ম, রসদ যোগাবে নতুন প্রেমে।
যতটুকু ঘাটতি ছিল আগেরবারে
এবার যেনো মিটে যায় শতগুণ।
পৃথিবীর পরে সেদিনও চাঁদ আলো দিয়ে যাবে অবিরাম!
শিমুলও রবে তেমনি লাল!
কেয়া বনে জোনাক পোকা মিটিমিটি জানান দিয়ে যাবে তার অস্তিত্বের।
আর নদীর ঝাপটায় অনবরত বাড়ি খাবে কালের সাক্ষী পুরাতন কাষ্ঠের এক নৌকা।
কোথাও হবে না কোনো ছন্দপতন!!