যখন সুদূর হতে ঝড়ো হাওয়া আসছে ধেয়ে ধেয়ে!
তবু আমি দাড়িয়ে কোন শূন্য পানে চেয়ে?
কোন আধারে হলেম বিলীন!
কথারা সব হাওয়ায় নিলীন।
সকল পাখী, সকল মানুষ ছুটছে যখন ঘরের পানে;
কৃষ্ণচূড়া হাতে নিয়ে, দাড়িয়ে থাকার কি মানে?
সেকি হৃদয় মানে?
ফুলের মতো কোমল হৃদয়!
লুটায় দেখো পথের ধুলায়।
সেকি তুলতে জানে?
বুকের ভেতর তুফান ওঠে; কন্ঠস্বর রুদ্ধ করে।
ভরা নদী শুকিয়ে মরে!
এই জন্মের মতো গিয়েছে সে যে নিঃস্ব করে!
নতুন করে ভাসব কি আর এই ঝড়ে!?