লাল জবা হয়ে পৃথিবীর পরে আবার ফিরে আসি যদি?
যদি হই ঢোল কলমী, নয়তো ভৃঙ্গরাজ?
তুমি সেদিন মোরে ধুলায় লুটায়ো না।
যেমন লুটায়েছ আজ!
যদি কচুরিপানার ফুল হয়ে তটিনীর বুকে ভেসে রই!
যদি কাঠ গোলাপ হয়ে পথের ধারে ঢলে পড়ি;
কোমল স্পর্শের আশায়!
তুলে নিতে না পারো; অচ্ছুৎ করো না।
যদি ফিরে আসি লজ্জাবতীর ডাল হয়ে,
হরিৎ দেহ তুমি যেনো ছুয়ে দিও না।
বুনো টিয়া হই যদি পাখনা মেলা!
প্রজাপতি হয়ে উড়ে উড়ে কাটাই যদি বেলা!
যদি হই কেয়ার বনে মিটমিটে জোনাই!
ধানের শীষের ডগায় জমে থাকা বারি বিন্দু যদি হই!
বাবলার ডালে যদি তেলাকচুর ফল হয়ে রই ঝুলে!
তুমি হেটে যেয়ো না সেই খোয়া ঢালা পথ ধরে কখনো মনের ভুলে।
এক জনমে আমি না হয় চলে যাবো নিয়ে আক্ষেপ প্রগাঢ়!
যদি ফিরে আসি আবার?
এ জনমের ভার; বহিতে চাই না আর।
আবার যদি কেনো জন্ম হয়,
সে জন্মে যেনো তোমার সাথে আমার দেখা না হয়!!