হঠাৎ একটি লাইন আসে,
দ্বিতীয়ের জন্য জীবনের অপেক্ষা সার,  
সে  আর আসে না কিছুতে

কোনকিছু সোজা পথে হতেই চায় না হায়
ধনুকের মত, সাপের গতির মত, নদীর স্রোতের মত
এঁকে বেঁকে যায়

তারা ছিল অনেক ভাগ্যবান, সিঁড়িভাঙা অংক যাদের
মিলে যেত হাতে গোনা ধাপে
কত বড় অভাগা আমি ভুল দাগ গুলি মুছে মুছে
হাতের ইরেজার ক্ষয়ে শেষ

ভ্রুপল্লব  এঁকে বসে থাকি
চোখের তারার তরে জীবনের অপেক্ষা  
পড়ে থাকে...।  
____________________________
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি) -০১/০২/২০১৮