আমুদে ভালুকের মত এক ঝাঁক মেঘ
পিঠ  দিয়ে ঠেলছিল আমার জানালার কাঁচ
বিশাল সাদা ছোপওয়ালা পেট তার
শীতজলে  টই টই
মৃদু মৃদু দুলছে হাওয়ায়

আজ আকাশের ছাদ অনেকটা নীচে নেমে
সম্ভাষে আমাকে
কি বলতে চায় সে – জানতে পারিনি,
বেয়াদপ ভালুকেরা আমার জানালার
পাশে গোল্লা পাকিয়ে আড়াল করেছে  তাকে

তাদের লাভ কি কিছু আছে ?
আকাশের সাথে চোখাচোখি ভালো নয় মোটে
নাকি ভালুকের ভেদ-কথা সে বলে দিতে  পারে
এই ভেবে

আজ সারা বিকেল জুড়ে এক ঝাঁক ভালুক ভালুক
মেঘ আমার জানাল পাশে দিল্লাগি জুড়েছে।
__________________________
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি) – 11/8/2017