ধুলো উড়িয়ে খুঁজছি কা’রো মুখ
ধুলো নয় সে সময় পোড়া ছাই
হটাৎ ছেঁকা লাগল জীবন সুখে
লুকানো আগুন ঢেকে ছিল ছাই
পাহাড় চুড়ায় ঘরটি বেঁধেছিলাম
উল্টো দিকে ছিল সুখের চূড়া
মাঝখানে খাদ বইছে লাভা স্রোত
দোসর হতে কেউ দেয়নি সাড়া।
ছিল অনেক , সত্যি করে ছিল না কেউ সুখী
সুখ চেয়েছি, সুখের সাথে আড়ি করতে নেই
দুঃখ অনেক, দুঃখ বেয়েই পাতালে নেমেছি
নেমে দেখি, দুঃখ হল সুখের আপন ভাই।
________________________
জুন/২০১৯