.. আমাদের সম্মিলিত কাহিনি কথার
সারমন টেনে শেষ করে দিলে?
যদি একটা জানালা খোলা ছেড়ে দিতে
গুঁজে দিতে ক’টা কাঠ ফায়ারপ্লেসে
যদি মাঝ রাতে কুকুরের বিলাপ শুনে
উদল বুকে আঁচল টেনে দাঁড়াতে এসে বারান্দাতে
দেখতে কালপুরুষের জ্যা মুক্ত
তিরগুলি খুঁজছে তোমাকে
কয়েক টুকরো সূর্যাস্ত
অশ্রু হয়ে লেগে আছে লুব্ধকের চোখে।
আমাদের সম্মিলিত কাহিনি কথার
শেষে দাঁড়ি চিহ্ন দিতে
সেই কুঁড়েঘরে ফিরে যেতে হত।
আহরিত অভিসাপ যত রাখা ছিল
হাসনুহানার ঝাড়ে অনুরাগের তার্পিন
মাখা প্রতিস্রুতির মমি যত পোঁতা ছিল
তাদের জাগাতে হত
তাদের মুখ দিয়ে বলাতে হত
সব গল্পের শেষে সারমন লিখে দিতে নেই
কিছু থাকে আখরের ছাই, শুধু ছাই
ছুঁতে চাওয়ার ছলে।
___________________________________
সিরিজঃ এখানে অন্তমিল নেই -১
০৬/২/১৯