মেঘভ্রুকুটি তোলা বিকেলের বাঁকে
আমার অপেক্ষার পাণ্ডুলিপি জমা করা আছে।
অবজ্ঞার দীর্ঘ পথে ঘুরতে ঘুরতে আকাঙ্ক্ষার কুকুরেরা
হঠাৎ কোনদিন হয়তো তোর দরজায় ডাক দেবে।
বাঁধা সরগমের অতি অভ্যাস খেয়ালিয়াকে গিলে খায়
হাওড়া ব্রিজ রঙ করে কিম্ভুত মানুষেরা , তারা চলে গেলে
দেখি দুধারে ঠেকনা দেওয়া বিপুল আধখাওয়া চাঁদ
ছায়া ফেলেছে প্রাচীন গঙ্গায়।
সম্পর্ক-রোহিত হয়ে রওয়া যায় না কিছুতে
দেওয়ালের ক্যালেন্ডার পাতা ছিঁড়ে ছিঁড়ে ফুরিয়ে যায়
ঝোলানোর পেরকটা ঠিক তেরচা হয়ে থাকে।
----------------------------------------
১৭/১১/১৮