সমূলে লুপ্ত করো সময়ের বাঁধ
ইরেজার ঘসে নয়, ডিটারজেন্টে ধুয়ে ফেলো
ত্রিমাত্রিক জোরাজুরি
আমি আবার প্রথমভাগ থেকে শুরু করতে চাই,
জল পড়ে পাতা নড়ে শেষ হলে
সহজপাঠের ঘরে রামের সাথে
বনে ফুল পাড়তে যাবো
তার লাল জামা নিয়ে গায় দেবো
একে চন্দ্র দুয়ে পক্ষ করে দুলে দুলে
শতকিয়া আওড়াবো ।
আখরোটের শক্ত খোলায় ছিল উনিশের নামতাখানি
শত চেষ্টা করেও যাকে ভাঙতে পারিনি
এবার জলে ভিজিয়ে করব গুঁড়ো হামানদিস্তাতে
সিঁড়ি ভাঙার অংক চড়তে বসব মাদুর পেতে
ঘুম ঢুলুঢুল চোখে মায়ের রান্না গন্ধ আসে
আকাশ ভরা লক্ষ তারা পড়বে শিউলি হয়ে খসে
ঘুমের রাজ্যে ব্যঙ্গমা ব্যাঙমি কইবে কথা কানে
রূপবতী রাজকন্যা রূপারকাঠি বামে......
সময়ের বাঁধ ভাঙ্গো, আমি আবার আগের মত
রূপকথায় হারাই ,
আমি আবার আগের মতন বিশ্বাসে ফিরতে চাই......
-------------------------------------------
২২/৮/১৮