রক্ত বদলে নিলে সময় বদলে যেত ,
কিন্তু হায় -
রক্ত বদলানো যায় না
কারনটা আন্তরিক, জীর্ণ পুরাতন হৃৎপিণ্ড যদি
দম ছেড়ে দেয় !
ব্ল্যাক হোল শুষে নিতে পারে সমস্ত আলো
সেরকম কোন যাদুবাস্তবতা আমাকে মানায় না
আমি অতীব অধ্যবসায় দিয়ে
কেকের ভীতরে লুকানো ক্রিম চুষে নিই
আমি অন্ধকার পেলে দুয়ে দুয়ে পাঁচ করে দিই ,
সামান্য এটুকু মুরোদ এখনো বেঁচে আছে
তারপর ভালোলাগা, ভাত কাপড়, বোধন বিসর্জন
যতো সব বিবিধকাজ, কারসাজি অথবা ছায়াবাজি ।
হায় জেলের গরাদগুলো কি মোটা মোটা
প্রাচীরগুলো আকাশছোঁয়া দূর
বাকি এখনো অনেক দিনের মেয়াদ
হায় -
যদি রক্তে একটু বদল আনা যেত, হায়...।
-------------------------------------------------------------
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি) -22/11/2017