আকাশে আগুন জ্বলে বসে আছো নাকি ?
আজও তাই বৃষ্টি দাও ভয়ে ভয়ে
নিচের বারুদে যদি পড়ে
নিজেও যে ছারখার হবে

অভিশপ্ত  শুষ্ক বায়ু
দাবানলের লেলিহান শিখার আশা রাখে
খরধার খঞ্জরগুলি মাতৃকামূর্তির পাশে পড়ে থেকে থেকে
গম্ভীর পাথর  হতে থাকে  

এক টুকরো  সূক্ষ্ম ফাটল ধরে বসে আছি
অপেক্ষার দিনগুলি রাত্রির করাল ছায়ায়
গর্ভচ্যুত প্লাসান্টার   মত রক্তে ও জলে একাকার

আকাশের চূড়ায় রয়েছে বলে সুরক্ষিত আছো
এ ধারনা ভুল
জলেও আগুন জ্বলে ,
নিমেষের বজ্রপাতে স্বর্গ মর্ত হবে  একাকার
-----------------------------------
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি) 15/10/2017