কাকজোছনায়   হল্লা করছে  মামদো হুমদো ভুতপেত্নিরা
শ্মশানে সদ্যখালি বোতল গড়াগড়ি,    
অতঃপর লম্বা একটা লাইন, বাস মেট্রো, আকাশ পাতাল
খুপরি খুপরি ঘর,
একটুখানি  বকম বকম, অনেকখানি  ঝগড়াঝগড়ি।

মূক ও বধিরেরা মাটি কেটে কেটে সুড়ঙ্গ বানায়
মৃত শরীরেরা লাইন দিয়ে শুয়ে পড়ে সুড়ঙ্গের বুকে
কেউ কেউ কাঠ কেটে আগুন ধরিয়ে দেয় মুখে

এটুকু বুঝেছি শুধু, মানুষেরা মিছি মিছি খুঁজে ফেরে
স্বর্গনরক পরকেলে ঘর, ঈশ্বর টিশ্বর।  
প্রেতজন্ম খুব একটা খারাপ নয় মোটে.
সে মাটির কাছাকাছি  ইহকালে  মাখামাখি হয়ে থাকে।
--------------------------------
০৮/১২/২০১৮