কবিতা আসলে কি
মোহনভোগ,  নাকি পান্তা ভাতে ঘি –
বোঝা বড় দুষ্কর ।
কবিতা আসলে কি কি নয়
সেটা বোঝা ততটা কঠিন নয় , মনে হয় ।

যদি প্রতিবাদের ভাষা হয় কবিতা
তবে তাকে রাস্তায় নামতে হবে,
গলা চিরে চিৎকার দিতে হবে,
ঝাঁপিয়ে পড়তে হবে দুরাচারীর আগে,
যদি সে প্রেমের ভাষা হয়
তবে তাকে ভরে গোলাপি  খামে
গুঁজে দিতে হবে সংগোপনে
তার হাতে ।

এর বাইরেও অনেক  কথা আছে
এখনি বলতে চাই না, পুঁথি বেড়ে যায় পাছে
তবে......
যে শব্দে বিতর্ক উত্তাল হবে কবিতা বলবে সেটি সরবে
আর যে শব্দে ঘাড়ে পড়বে কোপ সেটি চেপে যাবে
কবিতার ধর্ম তা নয়
মনে হয়...  

---- (শ্রী তরুণ ২১/৩/২০১৭)