****হোলি

তার রঙ ছুঁয়ে যায় নি আমাকে
অথচ সে রঙ  দিয়েছিল আমার আকাশে
  পলাশের বনপথে  চলে যেতে দেখেছি  তাকে  
রঙের ক্ষত বয়ে  পিচকারী হাতে ।

ঘাগরা চোলি রঙ ভিগি ভিগি
প্রতি হোলি সেই ছবি ফিরে ফিরে আসে ।





*** তুই বিনে

বিসর্জনে মুক্তি আছে কি নেই
কে আর ভেবেছে
ভাসানে দিয়েছি তোর ক্ষণজন্ম প্রতিমা গড়া সুখ
মাতাল উল্লাসে ।

ফাগুনের রঙ ঝরে  গেলে
আগুন জ্বলতে থাকে পলাশের বনে  
যেমন জ্বলছে আজ
আমার যাপন , তুই বিনে ।    

------------ © শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি)
                          (১৬/৩/১৭)