কালো ধোঁয়া,  ছেঁড়া ঘুড়ি,  মরা চাঁদে
আকাশ ঢেকেছে
খোলা মাঠ খেয়েছে হাইরাইজ  ।
শ্যাম চাচার ছেঁড়া প্যান্ট মল মাল্টিপ্লেক্স
পিজার বাসি রুটি পচা মুরগী ভাজা
রঙিন মোড়ক বিকাচ্ছে রাবিস ।

তবু একেবারে চলে যায় নি সে

আমার শহরে অনেক  গোলাপ মল্লিকা আছে
তারা সকালের ইউনিফর্ম পরে দল বেঁধে স্কুলে যায় ।
কিছু স্বপ্ন সাইকেল ভ্যানে,  কিছু স্বপ্ন মাথায়
কিছু স্বপ্ন ব্যাগে ভরে ফেরিওয়ালা ঘুরে যায়
দরজায় দরজায়
আমাদের শহরে অনেক বেলুনওলা আছে
কিছু বেলুন সুতো ছিঁড়ে এখনো আকাশে মিলায় ।

আমার শহরে কিছু কৃষ্ণচূড়া আছে
লাল ঠোঁটের ইশারায় যারা বরষা ডেকে আনে ,
পরিযায়ী পাখিদের সাথে কিছু পাহাড়ি হাসি মুখ
উলের সম্ভার নিয়ে ফুটপাতে বসে
এ পোড়া শহরে তাদের দেখে
কদিনের তরে শীত আসে ।

আমাদের শহরে এখনো সে  থাকে
যার জন্য সাত জনমের দিব্যি রাখা আছে ।



    --------- © শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি)
                 (11.2.17)