আজ (১৯.১২.১৪)-এর আসরে গতকাল প্রকাশিত "জীবন অবিনাশী" আবার প্রকাশ করা হয়েছে।
গতকালের(১৮/১২/১৪) আসরে প্রয়াত কবি দেবাশিস সেন এর প্রতি উৎসর্গ করা (আমার দেখা) আরও তিনটি কবিতা ছিল। শ্রাবণী সিংহ-এর "শ্রদ্ধাঞ্জলি" এবং সিমুদা-র লেখা "কবি দেবাশিস সেন কে", মল্লিকা-র লেখা "নীরবে চলে গেলে ।" সন্দেহ নেই, এই তিনটি কবিতাই মানের বিচারে এর চেয়ে কম উৎকৃষ্ট ছিলনা । এছাড়া তার আগের দিন কাশ্মীর পেরেরার লেখা কবিতাও ছিল।
এমন অবস্থায় শিমুল শুভ্রের লেখা "জীবন অবিনাশী" কোন ম্যাজিকের বলে আজ আবার পুনঃ প্রকাশিত হল, এবং হাইলাইটেড হওয়ার স্মমান পেল বুঝতে পারলাম না। যদি এব্যপারে আপনার বক্তব্য আসরে প্রকাশ করেন, তাহলে আসরের আমার মত অনেকের
সংশয় দূর হয়।শিমুল শুভ্রের লেখার প্রতি আমার কোন আপত্তি নেই কিন্তু এই নির্বাচনের নীতির ভিত্তি জানা সকলের উচিত । না হলে এই আসর ও শিমুল শুভ্র সম্বন্ধে অনেকের মনে ভুল বার্তা যাবে বলে মনে করি। ধন্যবাদ।
--- শ্রী তরুণ...।(১৯/১২/১৪)