২৬০ বছরের দাসত্ব থেকে বেরোতে পারিনি
সেকি শুধু আমার দোষ, তোমার নয়? তোমাদের নয়?

শুধু বয়ে গেছে সময়
অফিস কাছারি সদর দফতর
সেই তো আগের মতন
চেয়ারে শোভিত হবে বিদেশী বকমবাজি, কোর্টপ্যান্ট টাই
মাতৃভাষী মানুষেরা দরজার বাইরে একটুকরো বেঞ্চির ঠাঁই
পাবে, নয়তো দাঁড়িয়ে রবে। উমেদারী হবে
করুণার পাত্র হয়ে, বিদ্রুপের ভারে !

মেধা নয়, অধ্যবসায় নয়, শ্রম নয়,
আমার সামর্থ  মাপা হবে মুখের বুলির উপর
যেখানে আমার দুঃখিনী মা
কুণ্ঠিত হয়ে ঘোমটা টানবে,
মুখোশধারী  ফেরিওয়ালা আমাকে হারিয়ে জিতে যাবে
শুধু এই জোরে, সে ফটফট ইংরেজি ঝাড়তে পারে !

আমি যদি অভিমানী হই, মায়ের কাছে
২৬০ বছরের দাসত্বের জয় দেখে
সেকি শুধু আমার দোষ, তোমার নয়? তোমাদের নয়?
----------------------------
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি)
আন্তর্জাতিক মাতৃভাষাদিবস/ ২১/২/২০১৮