সাত হাজার সাতশো সতেরো জিজ্ঞাসা
কিলবিল করেছে মাথা জুড়ে
সিংহাসনের ঘনিষ্ঠ প্রভু ও চামচেরা
পুরু কার্পেট পেতে চাপা দিতে চেয়েছে তাদের ।
হিংসা বিষ আর মিথ্যা বিশ্বাস
নীতি আর দেশভক্তির রঙিন র্যাপারে মুড়ে ঝরানো হচ্ছিল
পুস্পবৃষ্টির মত ,
সেই সব ঝাড়ুদারের বোঝা জমা হতে হতে একদিন দেখি
চৌমাথার মোড়ে স্ট্যাচু হল, গাঁদামালা গলে পরে নিল।
আবছায়া রাস্তাগুলো ভেপারের হলুদ আলোয় হল ভয়াবহ আরও
মাটি ও কার্পেটর নীচে রইল ঢাকা লালপিঁপড়ের সারি
সাতহাজার সাতশো সতেরো।
---------------------------
১২/১১/২০১৮