ভুলভাল শব্দ যত,
বেয়াড়া নুড়ির মত
          পদে পদে হোঁচট ধরায়
আজকালকার এই নয় ছয়
যেতে বড় ভয় হয়
              কবিতা পাড়ায় ।

তার উপরে উঠতি দাদা দিদি
কলম বাগিয়ে যদি
তাড়া করে চেপে ধরে    
               কবিতা গেলায় ।
দম আটকে মরব নাকি
কত কি যে দেখা বাকি
ভয়ে ভয়ে আছি সাকী
              কি হবে উপায় ।

মনে এলেই যদি কবিতা হত
মিউনিসিপ্যালিটির কলের মত
বইছে ধারা অবিরত
               নেই তো কোন দায়
আমিও   ভাবি  কবি  হব
নামে   ‘কবি’   জুড়ি নেব
নিজেকে নিজেই  উপাধি দেব  
               কার কি আসে যায় ।

এই অধমের এই মিনতি
কবি হওয়ায় নেইকো ক্ষতি
শুধু হাতের কলম ছুটলে অতি
                  ‘বোধ’-এর লাগাম চায় ।
ভার্চুয়াল এই দুনিয়া জুড়ে
লাখ কবিতা যাচ্ছে উড়ে
শত পাতা ঘুরে ঘুরে
   গুছিয়ে রাখার মত এক লাইন
                      পাওয়া যে বড় দায়।
----------------------------------------------------------
               © শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি) – 04/8/2017