কত কথাই বলতে চেয়েছি শেষে
কত কথা  ছিল ভাবতে বসে
ঘুরে ফিরে ডানা ভাঙা সেই নদী
পারঘাটাতে ঘুলিয়ে যায় মজে

কত কথাই জোরে বলতে হত
কত কথা রয়েছে বুকে জমা
কিলো দরে কবিতা ছাইপিয়েছি
ভার্চুয়ালের দেওয়াল ধরে হামা

সব শেয়ালে এক সাথে ডাক ছাড়ে
কত কথা শোরগোলে হারালো  
শুনবে না কেউ সবাই বলতে চায়
খুঁজবো কোথায় যে কথার পিঠে
           আমার ঠিকানা লেখা ছিল।
----------------------------------
২৮/৯/২০১৮