( ১ )
কল্পনার আগে কোন মূর্তি  রাখতে নেই
মহাপুরুষের খাপে কতটুকু আর  ধরে
সে  মাঝরাস্তার  প’রে খাড়া পাথর  হয়ে  
শুকতারাকে আড়াল করতে পারে।

( ২ )
এখানে ঘুম দিনের বেলা আসে
সবুজ  ঘাসে কুকুর বমি করে
রাত ভরে যায় অ্যাম্বুলেন্সের  হর্নে  
আয়ু ক্ষয়ে যায়  তর্কে এবং জ্বরে।।

( ৩ )
অন্ধ হয়ে যাও তুমি
টি ভি চলছে যতক্ষণ
বধীর হয়েছো আগেই
এখন আর শ্রবণে কোন চাপ নেই
আর একটু উদারতা দেখিয়ে  দাও
যতক্ষণ টিভি চলে, ততক্ষণ অন্ধ হয়ে যাও।

( ৪ )
ভালোবাসা  মানেই তো ভুলে যাওয়া
মধুবৃন্দাবন ছেড়ে সে যাবেই  মথুরায়
কারণ নেই , তবু শিউলি ঝরা দেখে  
ব্যাল্কনির  চোখ  জলে ভরে ভরে যায়।  

( ৫ )
গ্যাস সিলিন্ডার নিয়ে কোন কবিতা হয় না
আগুন নিয়ে হয়,
হাসপাতালের বেডে ঝোলান রক্তের ব্যাগ নিয়ে
কবিতা হয় না। কিন্তু রক্ত নিয়ে  কবিতায় ভরে আছে
বিপ্লবের খাতা
অন্ধ গলি আলো করা বাল্ব নিয়ে কবিতা বলতে নেই
শুধু আলো ছায়া নিয়ে অনেক লেখা যায়।

( ৬ )
আমরা জেনেছি জীবন ফেরা গান  
  গাইতে  হয়    সমবেত এক সুরে
বামে যন্ত্রণা ডাইনে তৃতীয় নয়ন
রাতে মরে যাই, বেঁচে উঠি ফের ভোরে।

(৭)
কল্পনাকে বেঁধে ফেলতে নেই
ক্যানভাসে কি কঠিন স্কাল্পচারে
যোগ বা বিয়োগ  দুনিয়াদারির ভাষা    
ব্যাপক  আকাশ,  অসীম তার ওপারে।
¬¬¬----------------