যদি ব্যর্থতার উল্টো পিঠে কোন
কাজলা কামিনীর নিশিডাক  উৎকীর্ণ থাকে
স্মৃতির কুয়াশা বেয়ে  যাকে
খুঁজতে যেতে হয়, লঘুগুরু ভাঙনের উঁচুনিচু পথে।
যদি মৃত  পুষ্পবৃষ্টি এখনো পায়ে লেগে থাকে,  
ভয় করে।  
আমার ভীষণ ভীষণ প্রতিজ্ঞার শ্বেতপ্রস্তরে
আলতাপায়ের ছাপ, আমি এখনো মুছতে পারিনি।
আঙ্গুলেরা জবাব দিয়েছে।

প্রত্যাবর্তন ইকুয়েসানের জটিল  গনিতে
রক্ত মাখামাখি। বিলুপ্ত সঙ্গমের অতিরাগ
ঊর্মিমালার দোদুলে দুলে দুলে সপ্তডিঙার সারি
হয়ে ভেসে চলে  যায়।  অসীমের গন্তব্য বলে কিছু নেই
তবু দ্যাখো  চোখের পাতায় দুর্দম  গঞ্জালেস গুপ্তধনের
ম্যপ এঁকে গেছে।  
  
ভালোবাসার কবরে পুঁতি ভালোবাসার চারা
সে  লিলুয়া বাসাতে  ডেকে আনে রক্তের ঝড়
ঝড়ের লালায় ভেজে জ্বলন্ত আঙ্গুল
আগুনের গর্ভে ভাসে কামিনী প্রতিমা
ধোঁয়ার আবর্তে তার কাজলা শরীর
আরও কালো আরও কালো হতে হতে
কাছে যেতে ডাকে।

যদি ব্যর্থতার উল্টোপিঠে ধোঁয়া জমে থাকে
আমাকে যেতেই হবে তাকে খুঁজে নিতে।
---------------------------------------
০৯/১২/২০১৯