ওতপ্রোত হয়ে আছেন বাঙালী জীবনে
তাঁর বানীর সুধাসিন্ধু ঊর্মিমালার মত
তাপিত জীবনসৈকত ছুঁয়ে ছুঁয়ে যায় প্রতিক্ষণে ।

বড় বেশী দিয়েছেন তিনি,
ক্ষুদ্র ক্ষুদ্র পাত্রগুলি পড়েছে উছলি
রাখতে পারিনি দাঁড়ি কমা সমাকীর্ণ  মনে ।
এই দুর্ভাগা জাতি পারে নাই
সে সুন্দরের মহিমা-স্পর্শ সঞ্জীবিতে  প্রানে ।

অপার্থিব ভাবমূর্তি  ঢেলে দেবতার আসনে বসিয়েছি
খালি স্তুতি আর কথার কচকচি
আমাদেরই “লোক” বলে খ্যাত হতে চেয়েছিলেন ঠিক
কেতাবি ভাঁড়েদের দেশে হয়ে রইলেন শুধু “অলৌকিক”।

যে দিকে তাকাই রবির ছবি, রবি-আভা নেই প্রানে
আকাশ ভরেছে   লাউডস্পিকার -প্রভাতফেরীর গানে ।
তবু অছিলায়, তাঁকে স্মরি হায়, জন্মদিনের গানে
সুধা বারিধার, অবারিত দ্বার, পশিছে নিভৃত প্রাণে ।


-----------------------------------------
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি) – (২৫শে বৈশাখ, ১৪২৪)