আমি অতিচারী সরলরেখার জটে হারিয়ে গিয়েছি
ইলিয়েনা,
আমি মৃত মানুষের ইচ্ছাপত্রে প্রেম পুরে দিতে চেয়েছি।
মানুষেরা বড় দুঃখী, ইলিয়েনা
মাধ্যাকর্ষণের গভীরে কি আছে
জানা আছে যদি , তবু
মানুষেরা ঝরে যায় শেষ অবধি।
একদিন ঝড় থেমে যায়
যুদ্ধ সরে যায় সীমান্তের দিকে,
বয়ে যায় পউষ হাওয়া শূন্য-ভোর মাঠে,
আমাদের ঘাড় নুয়ে পড়ে শস্যের ভারে,
ছুটে ছুটে লিগামেন্ট ছিঁড়ে যায়
ইন্দ্রলুপ্ত হতে থাকে সঞ্চয়ের চাপে
আমাদের চোখ হলুদ সর্ষের ফুলে আঁকে
সোনার সংসার।
আমরা বেড়ে উঠি ধনেজনে , লাভ লোকসানে
আমাদের প্রতিশ্রুতি রয়ে যায় ডাইরির পাতায়
আমদের বাঁচতে দিয়ে সুখে, প্রেম দূরে সরে সরে যায়।
______________________________
২৩/০২/২০২০