তোর ঘুমের ঘ্রান বয়ে আনে
শীতের বাতাস, সে হাসে –যাতনা দিঘির জলে
ঢেউ ওঠে নিকষ প্রতীক্ষার
তোর শব্দের শেষে বাঁকা হয়ে বসে চাঁদ
জিজ্ঞাসার উত্তুরে  হাওয়ার
প্রশ্নগুলি কাঁপে, কাঁপে আর ঝরে ঝরে যায়

দিন যায়, নদী যায়, বালি টেনে নিয়ে যায় সমুদ্রগভীর
মাতাল রাত্রির হাতে নাড়িকাটা অন্ধকার খুবলে খুবলে খায়
চাঁদের শরীর  

তুই কি  জানিস তোর কত  ঘুমকথা
রোজ বাঁচে আর এমনি এমণি রোজ মরে যায় ।

_____________________________
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি) -০২/০১/২০১৮