গত  রবিবার  (17/9/2017) কোলকাতার ঐতিহ্যশালী  যোগেশ মাইম হলে (কালীঘাট, কলিকাতা ) একটি মনোজ্ঞ  অনুষ্ঠানের ভেতর দিয়ে “রাইটার্স ওয়ার্ল্ড” তার যাত্রা শুরু করল।   “রাইটার্স ওয়ার্ল্ড”  পরামর্শদাতা এবং সঙ্গী হয়েছেন সর্বশ্রী   কবি শঙ্খ ঘোষ, দিব্যেন্দু পালিত, সুদিন চট্টোপাধ্যায়, হিরন মিত্র, কৃষ্ণা বসু, কালীকৃষ্ণ গুহ, সৈয়দ কওসর জামাল, বৌধায়ন মুখোপাধ্যায়, কাজল বসু, ইন্দ্রাণী দত্ত, সমাদ্রি সাহা প্রমুখ  অনেক মানী গুণী সাহিত্যিক ও সাহিত্য প্রেমি। উক্ত  অনুষ্ঠানে ঋতুযান পত্রিকা অন্য কবিদের সঙ্গে আমাকে সাহিত্যিক সম্বর্ধনা ও মানপত্র  দিয়ে বাধিত করেছেন।

উপস্থিত ছিলেন এই আসরের পরিচিত কবি দেবব্রত সান্ন্যাল, অজিতেশ নাগ, সমাদ্রি, আজিজ আহমেদ, শান্তনু ব্যনারজি আরও অনেকে। ঐ পত্রিকার শারদীয়া সংখ্যা এবং অন্যান্য বই সংগ্রহ করা গেল।

সন্ধ্যেটি গানে গল্পে আড্ডা ও আলাপচারিতায়  খুবই সুন্দর কেটেছে।  সকলকে আমার  আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
-----------------------------------------
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি) - ২২/৯/২০১৭