হাত বন্ধ করে আছি, আঙ্গুলের ফাঁক গলে ঝরে পড়ছে সে
আয় তোকে রেখে আসি গর্ভের আঁধারে
ভিজে ভিজে অন্ধকার ঘিরে আছে চারধার
স্থিমিত প্রদীপের শিখা সোহাগে জেগে রবে
তোর রক্তে মাতাল ঘৃণা , শিরায় শিরায় ক্রোধ,
ধ্বংসের মহাযজ্ঞে তুই নিতান্ত অবোধ
স্বর্গের স্বপ্ন দেখে আগুনে ঝাঁপ দিবি
নিজেকে নিজেই শেষে বলি দিতে যাবি
আয় তোকে রেখে আসি বিকলাঙ্গের ঘরে
শিখবি জীবন বাঁধতে গভীর আদরে
আঙ্গুলের ফাঁক থেকে মাটিকাটা কোদালের মুখে
সৃজনে চেয়েছি বন্ধাভূমি সবুজে ঢেকে দিতে
আয় তোকে রেখে আসি ধানকাটা মাঠে
আয় তোকে রেখে আসি দিগ্বিজয়ের রথে......
------------------------------------
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি) -০২/১১/২০১৭