আমাকে নিংড়ে নিতে
সরস নিতম্ব আঁকড়ে ধরা সোমত্ত বধূটির
নয়হাত শাড়িটির মত
অকুলান আঁচলে যার জল ঝরে পড়ে
আলপনা আঁকাবাঁকা পুকুর ঘাটের থেকে
নিকানো তুলসিতলার ধারে
পবিত্রতা বসে থাকে ফাঁদ পেতে।
আমাকে নিংড়ে নিতে –
বালি হাঁস সাদা সাদা ডানার পাল তুলে
সোনাই দিঘির জলে সত্যি ছবি হয়ে
ঘুরে ঘুরে কোমলতা আঁকে
আমাকে নিংড়ে নিতে
আদার ব্যাপারী আজ জাহাজঘাটায় এসে
জলবায়ু মেপে দেখে
তেলেঙ্গানার বেতস যৌবনা
দুপুর রোদের অজুহাতে
মাথা থেকে ঝাঁকাটি নামিয়ে
বুক ঠেলে দিয়ে আকাশের দিকে
কেশ খুলে ফের খোঁপায় বাঁধতে থাকে
আমাকে নিংড়ে নিতে-
ভূত ও ভবিষ্যেরা
শ্লোগানে শ্লোগানে রাজপথ দাপিয়ে হাঁটে
ধূলায় ধূলায় বেলা যায়
শিলাবৃষ্টি আচমকা নেমে আসে
পাহাড় চূড়ার থেকে শীতলতা বয়ে এনে
আমার ঠিকানায় ফিরিয়ে নিয়ে যেতে-
--------------------------------
রচনাঃ২২/১০/১৮