কয়েকদিন ধরে দেখি আকাশে উড়ছে টাকা
যেন কালো পায়রার ঝাঁক , ডানায় ডানায় ঝটপট
বিকট আওয়াজ তুলে আকাশে বাতাসে তারা
গোল গোল ঘূর্ণি উড়িয়ে ঘুরছে উল্লাসে
দেখি সেই ঘূর্ণি মানুষের মুখে
চক্রাকারে বলিরেখা এঁকে দিয়ে গেছে
কত লোভী মানুষেরা অলিতে গলিতে
খাঁচা হাতে ঘুরছে খুঁজে খুঁজে
কালো কালো পায়রার ঝাঁক কখনো তাদের
দেখে হাওয়ায় মিলিয়ে গেছে, আবার কখনো
যেন দিল্লাগি করে ঠিক মাথার উপর এসে
ঠোকর মেরেই ধাঁ হয়ে গেছে ।
দেখি পাখা মেলে উড়ছে ঝাঁকে ঝাঁকে
হাজার হাজার টাকা
পায়রা ভ্রমে আমি ধরেছি একটাকে !
দেখি পায়রা কোথা !
এযে আসলে কাক, নোংরা ঘাঁটা !
--------------------------
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি) – 01/10/2017