আবার দেখা হল আমাদের,
বলো সে কতদিন পরে,
চলো বসি সবুজ লনে,
ভিজুক পা রুপালী শিশিরে।

দেখো চিল ওড়ে আকাশে,
আকাশ ডানায় চুমা খায়,
চিল উড়ে উড়ে শুধু,
আরো দূরে চলে যায়।

তুমিও চিলের মতো অনিবার,
আমার হৃদয় আকাশ দিয়ে,
দূরে উড়ে গেছো চলে,
রেখেছি হৃদয়ে আকাশ হয়ে।

যত প্রেম ভালোবাসা ছিল,
হয়েছে আকাশ সব মিলেমিশে,
আকাশে ভেসে গেছে হৃদয়,
ভেসে গেছে কবিতাও শেষে।