তুমি নেই তাই আকাশ নীল হারালো,
তুমি নেই তাই হৃদয়ে বেদনা ছড়ালো,
তুমি নেই তাই আনন্দ নেই মনে,
তুমি নেই তাই চেয়ে রই স্মৃতিপানে,
তুমি নেই বলে মন যে কেমন করে,
একা একা চেয়ে থাকি, তোমায় মনে পড়ে।