তুমি দিয়েছো নদী,
অরোধ্য উত্তাল বন্যা,
তুমি দিয়েছো আকাশ,
নীরব মায়াবী কান্না।
তুমি দিয়েছো ঝরণা,
হৃদয়ের মরমী ধারা,
তুমি দিয়েছো জ্যোৎস্না,
হৃদয় উতল করা।
তুমি দিয়েছো আলো,
বিপুল অঢেল উজ্জ্বলতা,
তুমি এনেছো আবেশ,
হৃদয়ের নীরব নির্জনতা।
তবু ভরে থাকে,
প্রতীক্ষার নিবিড় বেদনা,
কিসের প্রতীক্ষায় থাকি,
তুমি কি তা জানোনা।