সবুজ পাতা তুমি কেন
এখনি হলুদ হলে বলো,
এখন ছিলনা সময় তোমার,
তোলো-সবুজের ঢেউ তোলো।
হলুদ হলেই ঝরে যাওয়া,
দক্ষিনা বাতাস উতল হলে,
সবুজ পাতা হলুদ হোয়ে
বলো তুমি কি পেলে।
ঝড়ের সাথে উড়ে গিয়ে
উড়বে যখন ঝোড়ো হাওয়ায়,
তোমার ওড়া দেখব চেয়ে,
দুঃখ জাগে সে ওড়ায়।
সবুজ পাতা তুমি আমার
প্রথম প্রেমের মধুর স্মৃতি,
হলুদ হোয়ে উড়বে যদি,
পাবো কোথায় বলো আর
হৃদয় মণির অরূপ জ্যোতি।