তুমি হারিয়ে যাওয়া নদী,
ফিরবেনা আর জানি কোনদিন,
পথে শ্যামলিমা যদি টানে,
সেখানেই হবে তুমি গতিহীন।
তুমি দূরে আরও দূরে,
পলাতকা মেঘ হয়ে হারাও,
যেতে যেতে কোন শৈলশীরে,
ঠিকানা তোমার খুঁজে পাও।
তুমি হারাবেই বলে সেদিন,
বুঝি ছুঁয়েছিলে আমার মন,
এনেছো মায়াবী বেদনা অন্তহীন,
জমা হিম বরফের মতন।
যেতে যেতে চলার পথে,
কখনো যদি একটু দাঁড়াও,
কান পেতে শুনো অশ্রুঝরা,
শুনতে যদি কিছু পাও।