তুমি কি বোঝো না আজও,
কিছু নেই আর তুমি ছাড়া,
কোন কিছুতেই জাগে না প্রাণ,
যখনই হই আমি তুমি হারা।

এতো বড়ো এই পৃথিবী,
কতো প্রাণ কতো মানব মন,
তবু বেদনায় ভরে যায় প্রান,
তুমি ছাড়া আমি হই যখন।

তুমি কি বোঝো না আজও,
সাজাই সবকিছু তোমারই মতো,
যা কিছু ভালোলাগা ভালোবাসা,
সবই হয় তোমাতেই স্থিতো।

বড় প্রিয় কবিতা যে আমার,
সে তো আসে না আর,
যদি আমি দূরে যাই চলে,
ফেলে রেখে সব স্মৃতি তোমার।

তোমায় নিয়ে আমার এই চলায়,
ছুঁয়ে যায় সময়ের আনন্দ হাত,
তোমার কথা ভেবে ভেবে মনে,
কেটে যায় আমার সকল দিনরাত।