রাতের প্রহরগুলি একে একে চলে যায়,
জেগে আছি একা তোমার কথা ভেবে ভেবে,
সারা রাত ঘুম নেই আজ দুচোখে আমার,
কতদিন পরে কাল সকালে তুমি আসবে।
আকাশ জুড়ে মেঘ করেছে, বৃষ্টি এলো বলে,
তুমি আসবে বলে মনময়ূরী নাচে হৃদয়ে,
অপেক্ষার বিরহ প্রহর কাটে কেমন করে,
তাই বসে আছি কবিতার খাতা হাতে নিয়ে।
রাত হোল ভোর, আলো ফুটে ওঠে,
লাল সূর্য ওঠে পূব আকাশের কোলে,
আকূল অপেক্ষায় একা বসে বসে,
আনন্দ প্রহর গুনি, তুমি আসবে সকালে।