ঘুমজড়ানো চোখে অনন্ত মুক্তি হয়ে,
ঝরণাধারার মতো তুমি আছো দাঁড়িয়ে,
তুমি যেন আদিবাসীদের সুরে সুরে,
মিশে যাচ্ছো হৃদয়ের কন্দরে কন্দরে।
নির্মল শান্তি অনন্ত নীলিমার রূপে-
মেখে নিয়ে তোমার ঐ শুভ্র অবয়বে,
শিশিরের মতো ঝরো নির্জনে নিরবে,
আমাদের হৃদয়ে গভীর অন্তঃপুরে।
ভ্রমর উড়ে উড়ে বেড়ায় যে আনন্দে,
অনুরণন তার তোমার চলা ছন্দে,
শাঁখের শব্দের মতন পবিত্র সুরে,
হৃদয়ে দাও তুমি নীরবে গান ভরে।
বেদনার মায়াবী আলোয় বারে বারে,
মরিচীকার মতন টানো পলে পলে,
রহস্যের আবরণে মুখ ঢেকে রেখে।
চলেছি-চলেছি শুধু চেয়ে ঐ দুচোখে।