শান্ত হও মন,হও আত্ম নিমগন,
শান্তির সৌম্য ঢেউয়ে, উদ্দামতা ছেড়ে,
সত্তার মাঝে আনন্দ ছড়াও প্রতিক্ষণ,
তোমার আলোয় হৃদয় দাও ভরে।
মন তুমি যে মহার্ঘ্য ধন, হয়না তুলনা,
তুমি নিয়ে যাও আনন্দ শান্তির দেশে,
পার হয়ে যাবো অতৃপ্তি দুঃখ বেদনা,
তোমার সোনালী রোদে ভেসে ভেসে।