সামনের একফালি উঠানটা ভরে যেতো
কমলা রঙের থোকা গাঁদা ফুলে ফুলে,
শীতের হলুদ রোদ্দুর খেলা করতো উঠানে,
তুমি আমি চেয়ারে রোদ্দুরে থাকতাম বসে,
গল্পে কথায় কখন সময় যেতো বহে।
মনটা ভরে যায় বেদনায় উঠানে যখন আসি,
শুন্যতার ধূসর আকাশে আমার পৃথিবী ডুবে যায়,
এখন কে আর যত্ন করে গাঁদা ফোটাবে উঠানে,
কার সাথে গল্পে কথায় আমার সময় যাবে বহে,
বেদনার হাত ধরে চলি তোমার স্মৃতির পানে।