রাশি রাশি কদম ফুটেছে,
সবুজ পাতার মাঝে মাঝে,
ঘি রঙের গোল গোল ফুল,
কি শোভায় গাছে গাছে রাজে।
আষাঢ়ের সজল হাওয়া,
খেলিতেছে কদমের বনে,
কি আনন্দ শিহরন আজি,
জাগিতেছে হৃদয় ও মনে।
এমনি কদমের বনে,
কৃষ্ণ রাধা কতকাল আগে,
করিয়াছে প্রেম অভিসার,
কত নব প্রেম রস রাগে।
এমনি ঘনঘোর বরষা,
আকাশ ভরা কালো মেঘে,
ময়ুর পেখম মেলে দিত,
কি ছন্দে উঠত নেচে সে যে।
কালো মেঘে ভরা আকাশ,
বৃষ্টি পড়িতেছে অঝোর ধারে,
কদম বনে আঁধার সঘন,
তোমার কথাই মনে পড়ে।