সহজ সরল সঠিক পথে,
চাই যে যেতে অনিবার,
শান্তিটুকু চাই যে শুধু,
চাইনা পেতে কিছু আর।

ভক্তিভরে ডাকি তোমায়,
শান্তি পথের দিশা দেখাও,
তোমার কাছেই যাবো আমি,
তোমার পানে ভিড়িয়ে নাও।