নীলিমার ছায়া পড়ে পদ্ম দিঘীর জলে,
অতীতের ছায়া পড়েছে তোমার দুচোখে,
অতীত কত কথা বলে নীরব ব্যঞ্জনায়,
ঝরা প্রেম আবার ফুটে ওঠে তোমার মুখে।
যদি বলো ফিরে যাই সেই সময়ে আবার,
স্নান করি তোমার চোখের সাগর জলে,
হারানো প্রেম হৃদয়ে আলো ছড়াক,
ফুলের মতো ফুটে উঠুক হৃদয়ের শিশিরে।