কবিতা তুমি ঝরণার মতো,
আপন ছন্দে পড়ো ঝরে,
গহন মনের সকল কথা,
ভাসিয়ে দিলাম তোমার করে।
সে তো আসেনি সেদিন,
আসবে না কোনদিন আর,
শূন্য সে পথে কেন তুমি,
আমায় নিয়ে চলো বারেবার।
তার আকাশ তারায় ভরা,
শুধু মেঘ আমার আকাশে,
চাঁদের আলোর জীবন তার,
আমার জীবন আঁধারে ভাসে।
ছিল না তার কিছু করার,
প্রেমের আকাশে আনন্দে উড়েছে,
আমার ছিল বিরহ ভার,
বিরহ আমার আকাশে ভেসেছে।