কবিতা তুমি হও আমার নদী,
তোমাতে ভাসিয়ে দেবো আমার,
সকল প্রেম বিরহ ভালোবাসা,
কল্লোলিনী হয়ে তুমি ফিরাবে আবার।
কবিতা তুমি হও আমার আকাশ,
তোমাতে উড়িয়ে দেব আমার,
সকল ইচ্ছা সাধ অনুভূতিমালা,
দেখব চেয়ে তাদের ওড়া বারেবার।
কবিতা তুমি হও আমার অরণ্য,
সবুজের ভীড়ে হলুদ রোদে ভিজে,
হারিয়ে যেতে যেতে তোমার মাঝে,
মধুর স্মৃতিগুলো সব নেবো খুঁজে।
কবিতা তুমি হও আমার শান্তির নীড়,
তোমার মাটির নিকানো দাওয়ায় বসে,
কথা দিয়ে মালা গেঁথে গেঁথে,
তোমার প্রতীক্ষায় রব ভালোবেসে।