দীর্ঘ মরু পথের শেষে,
পাই আমি শীতল মরুদ্যান,
তোমার কাছে নত হৃদয়ে,
যখন করি তোমার ধ্যান।
প্রকৃতির বিপুল সৌন্দর্য মাঝে,
যখন আমি তোমায় খুঁজি,
তোমার পরশ আসে প্রাণে,
গভীর আনন্দে নয়ন বুজি।
সকল জীবাত্মায় তুমি আছো,
এই অনুভব আসে যখন,
ভালোবাসায় মন ভরে যায়,
সকল মানুষ হয় আপন।